ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বার্তায় ইইউর ঢাকা অফিস এ শোক প্রকাশ করেছে।
ইইউর বার্তায় উল্লেখ করা হয়, শরীফ ওসমান হাদির মৃত্যুতে ইইউ মর্মাহত এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান। ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি।