নোয়াখালী প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যু খবরে নোয়াখালীতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
টায়ারে আগুন ও বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সাথে হাদি হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী মাইন উদ্দিন তানভির, আরিফুল ইসলাম, অন্তর খালেদ, সীমান্ত, ইয়াসিন আরাফাত'সহ অনেকে।
এছাড়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে, ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।