স্পোর্টস ডেস্ক: প্রীতি ফুটবল ম্যাচের কারণে অনেক দিন যাবৎ পরিবার থেকে দূরে আছেন লিওনেল মেসি। ক্ষুদে যাদুকরকে পরিবারে ফিরে পেতে স্ত্রী রোকুজ্জ ও সন্তানদের অপেক্ষাও লম্বা হচ্ছে। সম্প্রতি মেসিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় দ্রুত বাসায় ফিরতে বলেছেন তার স্ত্রী ।
এস্তোনিয়ার বিপক্ষে রোববার ৫-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। আলবেসেবেস্তাদের সব কয়টি গোলই করেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে যা কোন আর্জেন্টাইন ফুটবলার জন্য একম্যাচের সর্বোচ্চ সংখ্যক গোল। ক্যারিয়ারের এমন উজ্জ্বল দিনেও পরিবারকে মিস করার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেন, আমি তোমাকে মিস করছি রোকুজ্জ সাথে আমাদের সন্তানদেরও। মেসির পরিবারের প্রতি এমন অনুভুতির বার্তায় উত্তর দিতে ভুলেনি তার সহধর্মীনি। মেসির জন্য রোকুজ্জ লিখেন, অনেক হয়েছে এখন দ্রুত বাড়ি এসো। আমরা তোমাকে মিস করছি। সম্পাদনা : রাশিদ