শিরোনাম
◈ ইসরায়েলের দিকে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাজছে সতর্কতামূলক সাইরেন ◈ বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ সৃষ্টির জন্য আইন সংশোধনে ফলকার তুর্কের উদ্বেগ ◈ সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে কক্ষে কক্ষে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার ◈ খুব দেরি হওয়ার আগেই’ ইরানের আলোচনায় ফেরা উচিত: ট্রাম্পের হুঁশিয়ারি ◈ ভুটান থে‌কে ফি‌রে জাতীয় দলের ক্যাম্পে যোগ দি‌লেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা ◈ সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ ◈ আতঙ্কে দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা ◈ ইশরাককে ‘মেয়র’ পরিচয়ে নগর ভবনে সভা: যা বললেন উপদেষ্টা আসিফ ◈ স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে (ভিডিও) ◈ ৫ দেশে নতুন মিশন খুলছে বাংলাদেশ সরকার

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল: মুস্তা‌ফিজ‌কে দলে নি‌য়ে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি ক‌্যা‌পিটালস

স্পোর্টস ডেস্ক : আই‌পিএ‌লের শেষদিকে এসে মুস্তাফিজুর রহমানকে দলে নি‌য়ে‌ছে দিল্লি ক্যাপিটালস। মাত্র তিনটি ম্যাচের জন্য ৬ কোটি রুপিতে তাকে দলে ভেড়ানোয় শুরু হয়েছে সমালোচনার ঝড়। আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দিল্লি এই সিদ্ধান্ত নিলেও, ভারতীয় সমর্থকদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহ বন্ধ থাকার পর ১৭ মে আবার শুরু হচ্ছে আইপিএল।

তবে বিরতির এই সময়ের মধ্যে বেশ কিছু বিদেশি ক্রিকেটার আর ভারতে ফিরতে আগ্রহ দেখাননি। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে অস্থায়ী বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে।
এই সুযোগেই দিল্লি ক্যাপিটালস নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে মোস্তাফিজকে। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে না ফেরায় তার পরিবর্তেই মোস্তাফিজকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় ভক্ত। কেউ কেউ দিল্লির ম্যাচ বয়কটের আহ্বানও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতটাই তীব্র প্রতিক্রিয়া এসেছে যে, অনেকে বিসিসিআই’র দিকেও প্রশ্ন তুলেছেন। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে কিছু অংশের সমর্থকদের কাছ থেকে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি এই বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গেল আগস্ট থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ঠান্ডা। আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফর হওয়ার কথা থাকলেও সেটি এখন অনিশ্চয়তায়। এর প্রভাব পড়ছে ক্রিকেটেও।

এদিকে মোস্তাফিজ এখনও নিশ্চিত নন দিল্লির হয়ে মাঠে নামতে পারবেন কি না। আইপিএলে খেলার জন্য তিনি ইতোমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (NOC) চেয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অনুমতি পেলে তিনি আরব আমিরাত থেকে সরাসরি আইপিএলে যোগ দিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়