শিরোনাম
◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ ◈ ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় নিহত ছাড়ালো ২৫০ ◈ এক চাকা খুলে পড়া অবস্থায়ও প্রথম চেষ্টায় অবতরণ: উত্তেজনাপূর্ণ শেষ ৩ মিনিটে কী আলোচনা করেছেন পাইলট ও এটিসি ◈ ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান (ভিডিও) ◈ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ যে ৮ জেলায় সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ তিন ধাপে জালনোট তৈরির ভয়ংকর ফাঁদ (ভিডিও) ◈ ‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত: আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী (ভিডিও) ◈ জবি আন্দোলনে আলোচিত দিপ্তী চৌধুরী (ভিডিও) ◈ সব দলের রাজনীতি এখন আ.লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে বাজারে এসেছে রসালো লিচু

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে মৌসুমের আগেই বাজারে আসতে শুরু করেছে অপরিপক্ব লিচু। তবে এসব লিচু স্থানীয় হাট বাজারে বিক্রিও হচ্ছে বেশ চড়া দামে। ২৫০টাকা থেকে শুরু করে আকার ভেদে বিক্রি হচ্ছে ৪৫০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা জানান, মৌসুমের শুরু হওয়ায় দামটা একটু বেশি। তবে, লিচুতে যে পুরোপুরি পরিপক্কতা আসেনি, সেটিও স্বীকার করছেন তারা। ঘোড়াশাল বাজারে লিচু বেচাকেনা হচ্ছে বেশি। বিক্রেতারা বলছেন। অন্য এলাকার লিচুর চাইতে পলাশের লিচু অনেক ভালো যে কারনে দামটাও একটু বেশি।

উপজেলার পাশাপাশি এই আগাম মৌসুমে পাশ্ববর্তী উপজেলা কাপাসিয়া, কালিগঞ্জ এর লিচু পাওয়া যাচ্ছে। তবে এখনো দিনাজপুর,মেহেরপুর,ময়মনসিংহ, কিশোরগঞ্জের লিচু বাজারে আসা শুরু হয়নি। ফজল উদ্দিন নামে এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন,বাসায় বাচ্চাদের চাহিদা লিচু, তাই অপরিপক্ব হলেও নিতে হচ্ছে। টক হলেও তাদের কাছে লিচু খুবই পছন্দের।
লিচু আড়ৎ এর মালিক দেলোয়ার হোসেন জানান, মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় বিক্রিও কম। দাম বেশি কিনা জানতে চাইলে তিনি বলেন, শুরুর দিকে দাম তো একটু বেশিই থাকবে, তবে কিছুদিনের মধ্যেই দাম আরও কমে আসবে। বৃষ্টি পেলে লিচুর আকার বড় ও সুন্দর রং হয়ে থাকে। পাশাপাশি রসে ভরে যায়। সে কারণে বৃষ্টির পরে যে লিচু বাজারে আসবে তা ক্রেতার মন জুড়াবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়