দক্ষিণ আফ্রিকায় এক গাছে বিশাল আকৃতির অজগরের গাছে ওঠার দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটিতে দেখা যায়, প্রায় বিশ ফুট দীর্ঘ একটি অজগর গাছের ডাল বেয়ে ধীরে ধীরে ওপরে উঠছে। একসময় তা সরাসরি গাছের মগডাল পর্যন্ত পৌঁছে যায়।
‘ক্যাপচার দ্য ওয়াইল্ড’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে ঘটনাটি দক্ষিণ আফ্রিকার বলে দাবি করা হলেও, সেটির সঠিক সময় বা স্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তারা ভিডিওটির সত্যতা এখনো যাচাই করেনি।
ভিডিওটি ইতিমধ্যে লাখের বেশি বার দেখা হয়েছে। হাজার হাজার নেটিজেন কমেন্ট করে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, “কোনও দিন ভাবিনি, এত বড় অজগর গাছে উঠতে দেখব।” অন্য একজন মন্তব্য করেন, “আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। ভিডিওটি কি সত্যি নাকি বানানো?”
তবে প্রকৃতির এমন বিচিত্র আচরণ নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, কিছু অজগর প্রজাতি গাছে উঠতে সক্ষম হয়, বিশেষ করে যখন তারা পাখির বাসা বা ডিম খুঁজে বেড়ায়। যদিও এত দীর্ঘ দৈর্ঘ্যের একটি অজগরকে এভাবে গাছে উঠতে দেখা সত্যিই বিরল।
সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নানারকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বিস্মিত, কেউবা সন্দিহান। তবে প্রকৃতির রোমাঞ্চকর এই দৃশ্য নিঃসন্দেহে নেটদুনিয়ায় সাড়া ফেলেছে।