শিরোনাম
◈ হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ প্রশান্ত মহাসাগরের পথে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু: নিউইয়র্ক টাইমস ◈ ইসরায়েলকে থামাতে সম্মিলিত কূটনৈতিক পদক্ষেপ জরুরি: ওআইসি সম্মেলনে তৌহিদ হোসেন ◈ ইরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের ◈ সাংবিধানিক কাউন্সিল : কিছু প্রশ্ন ও বিএনপির আপত্তি ◈ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি ◈ সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: বিতর্কিত তিন নির্বাচন ◈ ‘বিস্মিত’ ইসরাইল, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা ◈ নির্বাচনে জোর, আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ◈ কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে ইরান-ইসরাইল সংঘাতে?

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ২০ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

‘অপারেশন সিঁদুর’-এ ভারত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জানিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করতে ভারত যে অভিযান চালিয়েছে, সেটি ‘ট্রেলার মাত্র’। প্রয়োজনে পুরো ছবিই দেখিয়ে দেব। শুক্রবার (১৬ মে) গুজরাটের ভুজে বিমানবাহিনী ঘাঁটিতে গিয়ে এসব কথা বলেন তিনি। খবর আন্দবাজারের। 

রাজনাথ সিং বলেন, সিঁদুর অভিযানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা যা করেছি, তা ট্রেলার ছিল। দরকার পড়লে পুরো ছবি দেখিয়ে দেব। নতুন ভারতের নয়া বাস্তব (নিউ নর্ম্যাল) হল সন্ত্রাসবাদে আঘাত হেনে তা নির্মূল করা।

এসময় পাকিস্তানকে আইএমএফের ঋণ দেয়ার প্রসঙ্গ তুলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাক সরকার মুরিদ এবং বহাওয়ালপুরের দুই জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বা এবং জইশ-ই-মহম্মদের ঘাঁটি পুনর্নিমাণের জন্য আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে। আইএমএফ থেকে পাওয়া অর্থের একটা বড় অংশ অবশ্যই ওই ঘাঁটি পুনর্নিমাণের জন্য ব্যবহার করা হবে। 

পরে পাকিস্তানকে অনুদান দেয়ার বিষয়টি আইএমকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানান তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়