শিরোনাম
◈ এক চাকা খুলে পড়া অবস্থায়ও প্রথম চেষ্টায় অবতরণ: উত্তেজনাপূর্ণ শেষ ৩ মিনিটে কী আলোচনা করেছেন পাইলট ও এটিসি ◈ ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান (ভিডিও) ◈ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ যে ৮ জেলায় সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ তিন ধাপে জালনোট তৈরির ভয়ংকর ফাঁদ (ভিডিও) ◈ ‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত: আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী (ভিডিও) ◈ জবি আন্দোলনে আলোচিত দিপ্তী চৌধুরী (ভিডিও) ◈ সব দলের রাজনীতি এখন আ.লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী! ◈ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রয়া লক্ষ্য করা যায়নি: প্রেস সচিব

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল: মুস্তা‌ফিজ‌কে দলে নি‌য়ে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি ক‌্যা‌পিটালস

স্পোর্টস ডেস্ক : আই‌পিএ‌লের শেষদিকে এসে মুস্তাফিজুর রহমানকে দলে নি‌য়ে‌ছে দিল্লি ক্যাপিটালস। মাত্র তিনটি ম্যাচের জন্য ৬ কোটি রুপিতে তাকে দলে ভেড়ানোয় শুরু হয়েছে সমালোচনার ঝড়। আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দিল্লি এই সিদ্ধান্ত নিলেও, ভারতীয় সমর্থকদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহ বন্ধ থাকার পর ১৭ মে আবার শুরু হচ্ছে আইপিএল।

তবে বিরতির এই সময়ের মধ্যে বেশ কিছু বিদেশি ক্রিকেটার আর ভারতে ফিরতে আগ্রহ দেখাননি। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে অস্থায়ী বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে।
এই সুযোগেই দিল্লি ক্যাপিটালস নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে মোস্তাফিজকে। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে না ফেরায় তার পরিবর্তেই মোস্তাফিজকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় ভক্ত। কেউ কেউ দিল্লির ম্যাচ বয়কটের আহ্বানও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতটাই তীব্র প্রতিক্রিয়া এসেছে যে, অনেকে বিসিসিআই’র দিকেও প্রশ্ন তুলেছেন। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে কিছু অংশের সমর্থকদের কাছ থেকে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি এই বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গেল আগস্ট থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ঠান্ডা। আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফর হওয়ার কথা থাকলেও সেটি এখন অনিশ্চয়তায়। এর প্রভাব পড়ছে ক্রিকেটেও।

এদিকে মোস্তাফিজ এখনও নিশ্চিত নন দিল্লির হয়ে মাঠে নামতে পারবেন কি না। আইপিএলে খেলার জন্য তিনি ইতোমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (NOC) চেয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অনুমতি পেলে তিনি আরব আমিরাত থেকে সরাসরি আইপিএলে যোগ দিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়