শিরোনাম
◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলা‌দেশ ইমা‌র্জিং দল

স্পোর্টস ডেস্ক : স্বাগ‌তিক বাংলা‌দেশ ইমা‌র্জিং দ‌লের সাম‌নে গত ম্যাচেই সুযোগ ছিল সিরিজ জেতার। কিন্তু তীরে এসে তরী ডুবিয়ে সেটি করতে পারেনি আকবর আলীর দল। তবে তৃতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। আর তাতেই দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ইমার্জিং দল। -- ডেই‌লি ক্রিকেট

রাজশাহীতে আগে ব্যাট করতে নেমে ২২৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৯১ রানে থামে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা পায় ৩৪ রানের জয়।

রাজশাহীতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ওপেনিং করতে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ফিরেছেন রানের খাতা খোলার আগেই। 

আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন করেছেন ৪৮ বলে ২৬ রান। তিনে নামা রায়ান রাফসান শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ২০ বলে ১৯ রান করে ফিরেছেন তিনি।

প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে না পারা আরিফুল ইসলাম এদিনও ব্যর্থ। ১১ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার।

তবে চেষ্টা করেছিলেন অধিনায়ক আকবর। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনিও। ৫১ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন স্বাগতিক অধিনায়ক।

বিপদের সময় দলের হাল ধরেন রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি। দুজনের জুটিতে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ৪০ বলে ৪২ রান করেন রাকিবুল, রাব্বির ব্যাট থেকে এসেছে ৭৭ বলে ইনিংসের সর্বোচ্চ ৫৮ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নিয়েছেন টেপো নাওয়ান্দা।

ছোট রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই তাদের চাপে রাখেন রাকিবুল-রাব্বিরা। টাইগার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি প্রোটিয়া ব্যাটাররা।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন টিয়ান ফন ভুরেন। এছাড়াও ৩৭ রান করেছেন মোকোয়েনা। যা প্রোটিয়াদের হারের ব্যবধান কমিয়েছে শুধু।

বাংলাদেশেশের হয়ে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন রাকিবুল। রাব্বি নিয়েছেন ২টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়