শিরোনাম
◈ ইসরায়েলের প্রতিশ্রুতি ভঙ্গের ইঙ্গিত লেখা ছিল কুরআনে (ভিডিও) ◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করেন কুমিল্লা নগরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল ◈ দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাইফা থেকে আশদোদ পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; ইসরাইলের কৌশলগত ভুল কী ছিল?

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিসিআই হেডকোয়ার্টারে বোর্ড রুমের নাম ১০ হাজার গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে বিশেষ সম্মান জানানো হল ভারতের প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারকে। বিসিসিআই হেডকোয়ার্টারে একটি নতুন বোর্ডরুমের উদ্বোধন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ১০,০০০ গাভাস্কার। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০,০০০ রান করেছিলেন লিটল মাস্টার। তাঁর এই ঐতিহাসিক কীর্তির স্মরণে এই উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সেক্রেটারি দেবজিত সাইকিয়া। বিসিসিআই গাভাস্কাকারের অবদানকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লেখে, ‘এক কিংবদন্তিকে সম্মান! ভারতের মহান সুনীল গাভাস্কার উদ্বোধন করলেন ’১০,০০০ গাভাস্কার’ বোর্ড রুম’। বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাভাস্কার তাঁর খেলার দিনের একটি সাদা-কালো ছবিতে সই করছেন।

তিনি জানান, ‘এম সি এ আমার মা, আর বিসিসিআই আমার বাবা। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। আমি যা হয়েছি, তা ভারতীয় ক্রিকেটের জন্যই। এই সম্মান পেয়ে আমি আপ্লুত। বিসিসিআইয়ের জন্য যেকোনও দরকার হলে, আমি এখনও প্রস্তুত’।

উল্লেখ্য, এই উদ্যোগ বিসিসিআইয়ের এক পরিকল্পনার অংশ। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সম্মান জানানো হচ্ছে বোর্ডের তরফে। এর আগেই বিসিসিআই জানিয়েছিল, শচীন তেন্ডুলকার এবং সুনীল গাভাসকারের নামে দুটি বোর্ডরুম নামাঙ্কিত করা হয়েছে। তার একটি বৃহস্পতিবার উদ্বোধন করলেন গাভাসকার। রাজীব শুক্লা এক্স হ্যান্ডেলে লেখেন, বিসিসিআইয়ের সদর দপ্তরে নবনির্মিত শচীন তেন্ডুলকর রুম ও সুনীল গাভাস্কার রুমের উদ্বোধনে অংশ নিয়ে আমি গর্বিত। এই দুই ক্রিকেট কিংবদন্তির কীর্তি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়