শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর স্টেডিয়ামে বিয়ে পরবর্তী অনুষ্ঠান করতে চান হাসানের বাবা, বিসিবি বলছে কোনো নিয়ম নেই

সাঈদুর রহমান: গত কয়েক বছর ধরে সাদা বলে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের নান্দনিক পারফরম্যান্সে অবদান রেখেছেন তরুণ টাইগার পেসার হাসান মাহমুদ। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে হাসান। বুধবার নিজের বাগদান সেরেছে এবং শুক্রবার রাত ৮টার পরে হাসানের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। এই তথ্য নিশ্চিত করেছেন তার বাবা মো.ফারুক। 

তিনি জানিয়েছেন, বুধবার তার ছেলে হাসান মাহমুদ বাগদান সেরেছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ের পিঁড়িতে বসবেন হাসান। পরবর্তীতে বিশ্বকাপের পর বড় পরিসরে তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা হবে। এমনকি নিজ এলাকা লক্ষ্মীপুরে জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন হাসানের বাবা। তিনি আরো বলেন, মিরপুর স্টেডিয়ামেও বিয়ে পরবর্তী অনুষ্ঠান করার ইচ্ছা আছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, কোনো অনুষ্ঠানের জন্য মিরপুর স্টেডিয়াম ব্যবহার করার নিয়ম নেই। কেবল বিসিবি কোনো টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে পারে।

এদিকে ছেলের বিয়ের কারণ হিসেবে হাসানের বাবা বলেন, বর্তমানে ফেসবুকে যা শুরু করেছে, ও তো সহ্য করার মতো নয়। সব মেয়েরাই অফার করছে যে, এই করবো ওই করবো। তাই ও (হাসান) যেন ভালো থাকে এবং একদিকে মন থাকে, তাই আমরা গোপনে এই ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরো বলেন, হাসান নিজেই বিয়ের জন্য মেয়ে পছন্দ করেছেন। মেয়ের বাড়ি গোপালগঞ্জ। তারা সপরিবারে ঢাকায় থাকেন। সম্পাদনা: এল আর বাদল 

এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়