শিরোনাম
◈ রায়ে শেখ হাসিনাসহ সব আসামিই খালাস পাবেন: আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (ভিডিও) ◈ জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ১৫ সেনা কর্মকর্তা আদালতে উপস্থিত না হলে কী পদক্ষেপ নেয়া হবে, জানালেন প্রসিকিউটর (ভিডিও) ◈ খামেনির ঘনিষ্ঠ সহযোগীর মেয়ের স্ট্র্যাপলেস গাউনে খোলামেলা বিয়ে ঘিরে ইরানে তীব্র বিতর্ক (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা, জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক কাল ◈ ব্যাঙের ছাতার মতো ব্যাংক হয়েছে, মুনাফা শুধু বাংলাদেশ ব্যাংকেরই: বিটিএমএ সভাপতি ◈ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল! ◈ বিমানবন্দরে আগুন, ওষুধ শিল্পে ৪ হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কা ◈ অসদাচরণের অভিযোগে উপস্থাপক তাবাসসুমকে অব্যাহতি ◈ অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভমেন্টের আদলে নিতে হবে: মির্জা ফখরুল 

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০২:০৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের ভিতরের কথা প্রকাশ করায় ছোটনের উপর ক্ষিপ্ত বাফুফে

স্পোর্টস ডেস্ক: গত শুক্রবার সিরাত জাহান স্বপ্না ফুটবলকে বিদায় জানানোর পর দলের দায়িত্ব ছাড়া সিদ্ধান্ত নেন দেশের জনপ্রিয় কোচ গোলাম রাব্বানী ছোটোন। ছোটনের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন দেশের ফুটবল ভক্তরা। তবে নারী ফুটবলের সাফল্যের চাবি কাঠি এই কোচকে দলে রাখার কথা বলেছেন মাহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সূত্র: কালেরকন্ঠ

কিরণ বলেন, অবশ্যই আমরা কোচকে রাখতে চাই। রাখতে না চাওয়ার কোনো কারণ নেই। তিনি দীর্ঘদিন ধরে মেয়ে ফুটবলারদের নিয়ে কাজ করছেন। তাদের দেখেন নিজের সন্তানের মতো। উনাকে আমরা রাখব না কেন? অবশ্যই রাখব।

তিনি আরো বলেন, আপনাদের মতো আমিও সংবাদমাধ্যমে দেখেছি বা শুনেছি এই খবর। ছোটন ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং তিনি যেটা বলেছেন, তিনি মূলত ক্লান্তির কথা বলেছেন। এ কারণে তিনি কাজ করতে চান না, থাকতে চাচ্ছেন না। আমি বিষয়টা বাফুফে সভাপতিকে জানিয়েছি। এখন এ ব্যাপারে ফেডারেশন সিদ্ধান্ত নেবে। তিনি আমাদের আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেননি। আমার সঙ্গে যতটুকু কথা হয়েছে, সেটা সভাপতিকে জানিয়েছি। 

কোচ জানিয়েছেন মানসিক অশান্তি নিয়ে আসলে কাজ করতে চান না ফুটবল ফেডারেশনে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পরও শুনতে হয় নানা কথা। এটা হয় না, ওটা হয় না। এসব আর শুনতে ভালো লাগছে না। কে বা কারা এ রকম কথা বলে, তা স্পষ্ট না করলেও বোঝা যায় অভিযোগের অঙ্গুলি টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির দিকেই। তাঁর সঙ্গে অনেক আগে থেকেই সমস্যা ছিল হেড কোচের। 

৩১ মের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। তাঁকে রাখার কথা কিরণ বললেও নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের একটি সূত্র জানাচ্ছে অন্য কথা, বাফুফের বড় কর্তা (সভাপতি) ছোটনকে রাখতে চাইছেন না। কাউকে না জানিয়ে তিনি সংবাদমাধ্যমে পদত্যাগের কথা বলায় এই কোচকে আর রাখতে চান না।

এদিকে মেয়েদের মধ্যেও ক্ষোভ জমা হয়েছে অনেক। বিশেষ করে সেপ্টেম্বরে সাফ জয়ের পর তারা আর কোথাও খেলেনি। মিয়ানমারে অলিম্পিক বাছাই থাকলেও বাফুফে দল পাঠায়নি অর্থাভাবের অজুহাতে। এ কারণে হতাশা কাজ করছে মেয়ে ফুটবলারদের মধ্যে। এতে ভাঙন ধরেছে নারী ফুটবল দলে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়