শিরোনাম
◈ আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা ◈ বিএনপির সঙ্গে সংলাপের প্রদীপ এখনো নিভেনি: ওবায়দুল কাদের ◈ ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত ◈ এবার ‘বৃহত্তর নেপাল’ মানচিত্রে বাংলাদেশ! ◈ ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা ◈ সিরাজুূল আলম খানের প্রতি  শ্রদ্ধা নিবেদন বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে ◈  ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ◈ বিএনপির সঙ্গে সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন: তথ্যমন্ত্রী ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল ◈ বৈশ্বিক কারণেই বিভিন্ন সমস্যা চলছে, শিগগিরই সংকট কেটে যাবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

উদযাপন

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো ১০ উইকেটের দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ১০২ রানের লক্ষ্যে ব্যাটে নেমে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। তামিম ৪১ বলে ৪১ রান ও লিটন দাসের ৩৮ বলে ৫০ রানের মারকুটে ইনিংসে আইরিশদের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় টাইগাররা। এতে ২-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ। পাঁচ উইকেটে শিকার করে ম্যাচসেরা হয়েছেন হাসান মাহমুদ।

ব্যাট করতে নেমে পাওয়ারপ্লে-তে ৪ উইকেট হারিয়ে দিশেহারা আয়ারল্যান্ড। এরপর লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুজনে ৪২ রানের জুটি গড়লে ইবাদত হোসেনের বলে লেগ বিফোরে কাটা পড়েন লরকান টাকার। এতে আবারো বোলিংয়ে চমক দেখায় টাইগাররা। সবাই আশা যাওয়ার মাঝে থাকলেও পিচের ওপর প্রান্তে থেকে দলের সর্বোচ্চ রান করেন কার্টিস ক্যাম্ফার। ৪৮ বলে ৩৬ রান করে কার্টিস আউট হলে দ্রুত উইকেট হারিয়ে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এছাড়া তাসকিন তিনটি এবং ইবাদত হোসেন দুটি করে উইকেট শিকার করেন। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়