শিরোনাম
◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন? ◈ সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায় ◈ বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি ◈ নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চালু: গ্রাহকদের টাকা উত্তোলনের বিষয়ে যা জানা গেল ◈ জানা গেল জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার ◈ বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

উদযাপন

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো ১০ উইকেটের দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ১০২ রানের লক্ষ্যে ব্যাটে নেমে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। তামিম ৪১ বলে ৪১ রান ও লিটন দাসের ৩৮ বলে ৫০ রানের মারকুটে ইনিংসে আইরিশদের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় টাইগাররা। এতে ২-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ। পাঁচ উইকেটে শিকার করে ম্যাচসেরা হয়েছেন হাসান মাহমুদ।

ব্যাট করতে নেমে পাওয়ারপ্লে-তে ৪ উইকেট হারিয়ে দিশেহারা আয়ারল্যান্ড। এরপর লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুজনে ৪২ রানের জুটি গড়লে ইবাদত হোসেনের বলে লেগ বিফোরে কাটা পড়েন লরকান টাকার। এতে আবারো বোলিংয়ে চমক দেখায় টাইগাররা। সবাই আশা যাওয়ার মাঝে থাকলেও পিচের ওপর প্রান্তে থেকে দলের সর্বোচ্চ রান করেন কার্টিস ক্যাম্ফার। ৪৮ বলে ৩৬ রান করে কার্টিস আউট হলে দ্রুত উইকেট হারিয়ে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এছাড়া তাসকিন তিনটি এবং ইবাদত হোসেন দুটি করে উইকেট শিকার করেন। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়