শিরোনাম
◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৯ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ সমর্থন নিয়ে যা বললেন মেসি

লিওনেল মেসি

রিয়াদ হাসান: ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও এ দেশীয় সমর্থকরা ছিল বিশ্ব মিডিয়ার আলোচনায়। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন শুরু হয় ডিয়াগো ম্যারাডোনা খেলা দেখে। বর্তমানে লিওনেল মেসির কারণেই দলটির প্রতি এমন সমর্থন। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ছুয়ে গেছে আর্জেন্টাইনদের। 

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ এবং আর্জেন্টিনা সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি ভালোভাবে নজরে আসে তাদের। ভৌগোলিকভাবে দুই দেশের দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। আর্জেন্টাইন ফুটবলের প্রতি ভালোবাসা যেন সে দূরত্ব কমিয়ে দিয়েছে।

দেশটির বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই দেশের মানুষের ভালোবাসার বিষয়টি। ব্যাপারটিতে আর্জেন্টাইনরা এতটা আপ্লুত যে দেশটির রাজধানী বুয়েন্স আইরেসে বাংলাদেশের জাতীয় পতাকা উড়তে দেখা যায়। আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশের ফুটবল সমর্থন নিয়ে খবর প্রকাশ করা হয়েছিল। 
টুইটারে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবিও প্রকাশ করেছিল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। এ ছাড়া মেসিদের কোচ লিওনেল স্ক্যালোনিও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে কে বিশ্বকাপ নিয়ে এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। তাতে অকপটে বাংলাদেশের ভক্তদের কথা বলেছেন ফুটবলের এ খুদে জাদুকর।

মেসি বলেন, আমি দেখেছি, সেখানে (বাংলাদেশে) সব জায়গায় ১০ নম্বর জার্সি ছিল। ফাইনাল ম্যাচের আগে বিষয়টি আমি দেখেছি। আমাকে এ বিষয়ে সোফি (আর্জেন্টিনার সাংবাদিক) বলেছে। পৃথিবীর সব জায়গায় মেসির ১০ নম্বরের জার্সি ছড়িয়ে পড়তে দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশ্বকাপের সময় আমরা আরও দেখেছি পুরো বিশ্বের ভক্তরা আমাদের উৎসাহ দিয়েছে। গ্যালারি ভর্তি করে উল্লাস করেছে। বিষয়গুলো খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে।

বাংলাদেশের ফুটবলপ্রেম দেখে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনও (ফিফা) অবাক হয়েছিল। টুইটারে সংস্থাটিও এখানকার ফুটবল উন্মাদনা তুলে ধরেছিল।

আরএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়