নিরাপত্তা শঙ্কার কারণে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করা বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে একদিনের সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ সম্মতি না দিলে তাদের জায়গায় বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।
বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসির বোর্ডসভায় বাংলাদেশের ভেন্যু ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বিসিবির দাবি, নিরাপত্তাজনিত কারণে ভারত গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা স্বস্তি বোধ করছে না। এ কারণে বিকল্প ভেন্যুর প্রস্তাবও দেয় বাংলাদেশ।
তবে স্বল্প সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন বাস্তবায়ন করা কঠিন বলে আইসিসি বোর্ডকে জানায়। আইসিসির চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ পূর্ণ সদস্যভুক্ত সব দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি চেয়ারম্যান ও ইভেন্টস বিভাগের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না—এমন তথ্যকে বোর্ডসভায় ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টের কাঠামো ও সূচি ঠিক রাখতে বিকল্প দল অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
সবশেষে একদিনের মধ্যেই বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছে আইসিসি। সেই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ।