শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিবেন না

হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর   অনেক দিন ধরেই কোচহীন বাংলাদেশের ক্রিকেট। এই শূন্যস্থান পূরণে বেশ কয়েকজন কোচের সঙ্গে কথাও বলেছেন বিসিবির কর্মকর্তারা। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই কোচ পাবেন সাকিবরা।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, টাইগারদের সাবেক কোচ হাথুরুসিংহে আবারও ফিরবেন। তার সঙ্গে কথাও পাকা হয়েছে। কয়েক দিন আগে লঙ্কান কোচ হাথুরু সিংহে নাকি বিসিবিকে না করে দিয়েছে। বোর্ড কর্তারা এখন বলছে এখনও  কোচ চূড়ান্ত হয়নি। রোববার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ইংল্যান্ড সফরের আগেই কোচ পাবে ক্রিকেটাররা।

আগামী মার্চে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। লাল সবুজদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যান টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজের প্রথম ও শেষের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর জাতীয় স্টেডিয়ামে। একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সাধারণত কোনো দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হয় দুই পক্ষের মধ্যে। যদিও বাংলাদেশে এসে ইংলিশরা কোনো প্রস্তুতি ম্যাচে অংশ নেবে না। এদিকে ইংল্যান্ড ও ওয়েলস বোর্ড বিসিবির আয়োজনে সন্তুষ্ট। এসব নিয়ে নিজামউদ্দিন বলেন, ইংল্যান্ড আমাদের আয়োজনে সন্তুষ্ট। তারা বাংলাদেশে এসে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়