স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের ক্লাব পিএসজির বিরুদ্ধে আন অফিসিয়াল ম্যাচে জোড়া গোলে সৌদি আরবে অভিষেক হয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই ম্যাচে রিয়াদ একাদশ ৫-৪ গোলে হারলেও গোল করে আরববাসিদের উৎসবে মাতিয়েছিলেন রোনালদো। প্রতিযোগিতামূলক ম্যাচে আল-নাসরের হয়ে তার অভিষেক জয়ে রাঙা হলেও পাননি গোলের দেখা। এখনও অবধি দুই ম্যাচ কাটিয়ে দিলেও পাননি গোলের দেখা।
সৌদি প্রো লিগে আল-ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশটির প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক রোনালদোর। সেই ম্যাচে আল নাসরকে নেতৃত্ব দেন সিআর সেভেন। ম্যাচটি তার দল জিতলেও গোল পাননি রোনালদো। আর পরশু তো সৌদি সুপার কাপের ম্যাচে হেরেই গেছে তার দল।
আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভই ছিলেন রোনালদো। আল নাসরের অধিনায়ক রোনালদো পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে পারেননি রোনালদো। সম্পাদনা: জেরিন আহমেদ
এলআরবি/জেএ/এসএ