শিরোনাম
◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৭ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের লিগে খেলতে দেশ ছাড়লেন সাবিনা ও সুমাইয়া

সাবিনা

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর শিরোপা জয়ের পর থেকেই বাংলাদেশের নারী ফুটবলাররা পাচ্ছেন একের পর এক সুখবর। এবার দেশের নারী ফুটবল প্রেমীদের সুখবর দিলেন বাংলাদেশের জাতীয় দলের দুই নারী ফুটবলার সাবিনা খাতুন ও সুমাইয়া।  এবার মালদ্বীপের লিগে খেলতে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটিতে গিয়েছেন তারা। এমটি নিউজ

তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার মালদ্বীপের লিগে খেলেছেন তিনি। এবার সাবিনার সঙ্গী হয়েছেন বসুন্ধরা কিংসের সতীর্থ সুমাইয়া। শুক্রবার সকালে মালদ্বীপের উদ্দেশে রওনা হন এই দুই নারী ফুটবলার। মালদ্বীপের এই ঘরোয়া ফুটবল লিগে সাবিনা ও সুমাইয়া খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে।

এটি মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। আগের কয়েক আসরেও এই ক্লাবে খেলেছেন সাবিনা। ২০১৫ সালে প্রথমবারের মত মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। এরপর থেকেই খেলছেন ধিবেহি সিফাইং ক্লাবের হয়ে। বাংলাদেশকে সাফ জেতানো অধিনায়ক বলেই সাবিনার এবারের মালদ্বীপ সফর খানিকটা ভিন্নতা পেয়েছে। 

সেটা স্বীকারও করেছেন বাংলাদেশ অধিনায়ক। দেশে থাকা অবস্থায় সাবিনা বলেছিলেন, অধিনায়ক হিসেবে সাফ জিতেছি এটা গর্বের বিষয়। বাংলাদেশের অধিনায়ক হিসেবে মালদ্বীপের লিগে খেলতে যাচ্ছি, এটা অন্যরকম এক অনুভূতি। লক্ষ্য থাকবে ভালো খেলার। রিপোর্ট: মাকসুদ রহমান। ডব্লিওইউ

  • সর্বশেষ
  • জনপ্রিয়