শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৭ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের লিগে খেলতে দেশ ছাড়লেন সাবিনা ও সুমাইয়া

সাবিনা

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর শিরোপা জয়ের পর থেকেই বাংলাদেশের নারী ফুটবলাররা পাচ্ছেন একের পর এক সুখবর। এবার দেশের নারী ফুটবল প্রেমীদের সুখবর দিলেন বাংলাদেশের জাতীয় দলের দুই নারী ফুটবলার সাবিনা খাতুন ও সুমাইয়া।  এবার মালদ্বীপের লিগে খেলতে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটিতে গিয়েছেন তারা। এমটি নিউজ

তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার মালদ্বীপের লিগে খেলেছেন তিনি। এবার সাবিনার সঙ্গী হয়েছেন বসুন্ধরা কিংসের সতীর্থ সুমাইয়া। শুক্রবার সকালে মালদ্বীপের উদ্দেশে রওনা হন এই দুই নারী ফুটবলার। মালদ্বীপের এই ঘরোয়া ফুটবল লিগে সাবিনা ও সুমাইয়া খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে।

এটি মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। আগের কয়েক আসরেও এই ক্লাবে খেলেছেন সাবিনা। ২০১৫ সালে প্রথমবারের মত মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। এরপর থেকেই খেলছেন ধিবেহি সিফাইং ক্লাবের হয়ে। বাংলাদেশকে সাফ জেতানো অধিনায়ক বলেই সাবিনার এবারের মালদ্বীপ সফর খানিকটা ভিন্নতা পেয়েছে। 

সেটা স্বীকারও করেছেন বাংলাদেশ অধিনায়ক। দেশে থাকা অবস্থায় সাবিনা বলেছিলেন, অধিনায়ক হিসেবে সাফ জিতেছি এটা গর্বের বিষয়। বাংলাদেশের অধিনায়ক হিসেবে মালদ্বীপের লিগে খেলতে যাচ্ছি, এটা অন্যরকম এক অনুভূতি। লক্ষ্য থাকবে ভালো খেলার। রিপোর্ট: মাকসুদ রহমান। ডব্লিওইউ

  • সর্বশেষ
  • জনপ্রিয়