শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৩ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ জেতার পর থেকে কতো টাকা পেলেন নারী সাফজয়ী ফুটবলাররা

নারী সাফজয়ী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক: গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। 

এর দুই দিন পর গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা নেয়। কিন্তু তখন পর্যন্ত চ্যাম্পিয়নদের জন্য কোনো ধরনের অর্থ পুরস্কার ঘোষণা করা হয়নি সরকার, ফেডারেশন বা কোনো সংস্থার পক্ষ থেকে।

এর মধ্যে সাবিনারা যখন বাসে উঠবেন ঠিক তার আগে তাদের সুখবর দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দেন নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা অর্থ পুরস্কারের। এরপর সাবিনারা বাসে চড়তে চড়তে একে একে অর্থ পুরস্কারের ঘোষণা পান বাফুফের দুই সহ-সভাপতি সালাম মুর্শেদী ও আতাউর রহমান ভূঁইয়া মানিকের কাছ থেকে। তারা ব্যাক্তিগতভাবে ৫০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেন।

এরপর গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারে নারী ফুটবলারদের একজমকালো অনুষ্ঠানে সংবর্ধনা দেয়ার পাশাপাশি ১০ লাখ টাকা অর্থ পুরস্কার দেয় সম্মিলিত সাংস্কৃতিক জোট। একদিন পর ২৭ সেপ্টেম্বর সাবিনাদের এক কোটি টাকা অর্থ পুরস্কার দেয় বাংলাদেশ সেনাবাহিনী।

এছাড়া নিজ নিজ জেলায় সংবর্ধনার পাশাপাশি অর্থ পুরস্কারের ঘোষণা পান সাফজয়ী দলের একাধিক ফুটবলার। খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমাকে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়া হয়। অন্যদিকে রাঙামাটির জেলা প্রশাসক দেড় লাখ করে মোট তিন লাখ টাকা অর্থ পুরস্কার দেন সাফজয়ী দলের গোলরক্ষক গোলরক্ষক রূপনা চাকমা ও মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমাকে।

এ ছাড়া ময়মনসিংহের কলসিন্দুরের ৮ নারী ফুটবলারকে ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন। সে তালিকায় আছেন সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), তহুরা খাতুন, সাজেদা আক্তার ও শামসুন্নাহার (জুনিয়র)।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফুটবলারদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দেবেন বলে জানা যায়। ইতোমধ্যে তিনি রূপনা চাকমাকে নতুন বাড়ি করে দেয়ার নির্দেশ দিয়েছেন। নারী ফুটবলারদের একাধিক সংস্থা ও ব্যাক্তি পুরস্কৃত করলেও এখনো কোনো পুরস্কারের ঘোষণা দিতে পারেননি বাফুফে। ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন, সাবিনাদের পুরস্কৃত করার জন্য তিনি অর্থের খোঁজ করছেন। সম্পাদনা: এল আর বাদল
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়