স্পোর্টস ডেস্ক : এতো দিন ক্রিকেটারের ভূমিকায় দাপিয়ে বেড়ানো অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল এবার একটা দলের মালিক বনে গেলেন। শুধু ম্যাক্সওয়েল নয় তার স্বদেশী কিংবদন্তী ক্রিকেটার স্টিভ ওয়াহ, নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম, কাইল মিলসরাও আছেন এই তালিকায়।
এর আগে দুই বার চেষ্টা করেও ইউরোপীয় অঞ্চলে একটা ফ্র্যাঞ্চিয়াজি টি-টোয়েন্টি লিগ চালু করা যায়নি। তবে এবার সফল বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
তার হাত ধরে আগামী আগস্টে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। আর সেখানেই ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে দেখা যাবে ম্যাক্সওয়েল, ওয়াহ, ম্যাককালামদের। ---- ডেইলি ক্রিকেট
আইসিসির অনুমোদনে শুরু হতে যাওয়া এই লিগের লক্ষ্য ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সমর্থনে শুরু হচ্ছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
সিডনিতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নাম ঘোষণা করা হয়েছে। আমস্টারডাম দলের মালিকানায় আছেন স্টিভ ওয়াহ্ ও আইএইচএফের পাঁচবারের বর্ষসেরা জেমি ডোয়ারের নেতৃত্বাধীন একটি গ্রুপ। বেলফাস্ট ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক গ্লেন ম্যাক্সওয়েল, আর এডিনবরার দল কিনেছেন নাথান ম্যাককালাম ও কাইল মিলস।