শিরোনাম
◈ হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর আবেদন খারিজ, ঋণখেলাপি ইস্যুতে চেম্বার আদালতেও ব্যর্থ ◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে, স্বপ্নের ছোঁয়ায় জামাল ভুঁইয়া

বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখার অভিজ্ঞতা যে কোনো ফুটবলারের জন্যই স্বপ্নের মতো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার জন্য সেই অভিজ্ঞতা ছিল এক কথায় 'জোস'। প্রথমবারের মতো সশরীরে সোনালী ট্রফিটি দেখে নিজের উচ্ছ্বাস আর ভালো লাগা লুকিয়ে রাখেননি এই মিডফিল্ডার।

সম্প্রতি ট্রফি সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসা ফিফা বিশ্বকাপ ট্রফিটি খুব কাছ থেকে দেখার সুযোগ হয় জামালের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, 'এক্সপেরিয়েন্স জোস ছিল, টু বি অনেস্ট। গিলবার্তো (সিলভা) ট্রফি নিয়ে এসেছেন। এই প্রথম আমি বিশ্বকাপ ট্রফি সরাসরি দেখলাম, তাই আমার খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম ট্রফিটা হয়তো ছোট হবে, কিন্তু এটা আসলে বেশ বড়।'

ট্রফির ওজন সম্পর্কে নিজের কৌতূহলের কথা জানিয়ে জামাল বলেন, 'আমি জিজ্ঞেস করেছিলাম এটার ওজন কেমন? জানলাম প্রায় ৭ কেজি পিওর গোল্ড। অভিজ্ঞতা সত্যিই খুব ভালো ছিল, আমি তো এক প্রকার স্টার-স্ট্রাক হয়ে গিয়েছিলাম।'

সাক্ষাৎকার চলাকালে জামাল আশা প্রকাশ করেন, এই ট্রফির উপস্থিতি বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, 'যারা ফুটবলার হতে চায় কিংবা কঠোর পরিশ্রম করছে, তাদের জন্য এই ট্রফি একটি মোটিভেশন। আশা করি, নতুন প্রজন্মের হাত ধরে একদিন বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে নতুন কোনো অধ্যায় লিখতে পারবে।'

ব্যক্তিগত পছন্দের কথা বলতে গিয়ে শৈশবের স্মৃতি রোমন্থন করেন জামাল। বিশ্বকাপটি যে নিয়ে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভা। ব্রাজিলের ভক্ত জামালের জন্য তা ছিলো অন্যরকম ভালো লাগার,  'আমি ছোটবেলা থেকেই ব্রাজিলকে ফলো করি কারণ আমার প্রথম প্রিয় খেলোয়াড় ছিলেন রোনালদো। গিলবার্তোর সামনেই বলছিলাম, বিশেষ করে ২০০২ সালের সেই দলটি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। তখন আমার বয়স ছিল ১২ বছর। সেই দলে রোনালদো, রিভালদো, রোনালদিনহো এমনকি গিলবার্তো নিজেও ছিলেন।'

আসন্ন বিশ্বকাপে কোন দলকে সমর্থন করবেন—এমন প্রশ্নে জামাল কিছুটা কৌশলী। ডেনমার্কে জন্ম নেওয়া এই ফুটবলার বলেন, 'অবশ্যই আমি চাইব ডেনমার্ক জিতুক। তবে ডেনমার্ক যদি না পারে, তবে ট্রফিটা ব্রাজিলের হাতেই দেখতে চাই।'

গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর ট্রফি উন্মোচনের মাধ্যমে এই ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি সফরের যাত্রা শুরু হয়। ফিফা এবং কোকা-কোলার যৌথ আয়োজনে দীর্ঘ ১৫০ দিনের এই সফর বিশ্বের ৭৫টি স্থানে ৩০টি দেশ প্রদক্ষিণ করছে। আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই বিশ্বভ্রমণ। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়