শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৩১ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফেব্রুয়ারিতে ভারতের বিরুদ্ধে খে‌লে ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়া নারী দ‌লের অধিনায়ক অ‍্যালিসা হিলি

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার আট বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। আগামী ফেব্রুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে শুরু হতে যাওয়া সিরিজ়ের পরেই তিনি ব‍্যাট-প্যাড তুলে রাখবেন।

অস্ট্রেলিয়ার মেয়েদের দলের অধিনায়ক জানান, গত কয়েক মাস ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন। এটা তাঁর জন্য মানসিক ভাবে বেশ ক্লান্তিকর হয়ে উঠেছে। এই বছর ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর হিলি ঠিক করেছেন, তিনি অস্ট্রেলিয়ার অন্যতম ‘বড় সিরিজ়’ খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন।

উইলোটক ক্রিকেট পডকাস্ট’-এ হিলি বলেন, “আমি এই খবরটি জানানোর জন‍্য পডকাস্টকেই বেছে নিয়েছিলাম। আজ আমি আনুষ্ঠানিক ভাবে জানাচ্ছি যে, ভারত সিরিজ়ের শেষেই আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দয়া করে আমাকে কাঁদাবেন না। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু কোনও এক সময়ে তো নিতেই হতো।

হিলি মজা করে বলেন যে, তাঁর স্বামী তথা অজি পেসার মিচেল স্টার্ক সম্প্রতি গল্ফে ‘হোল-ইন-ওয়ান’ করেছেন, তাই তাঁকে হারানোর জন্য এখন এই খেলায় পুরো সময় দেওয়া প্রয়োজন।

মানসিক ক্লান্তির বিষয় নিয়ে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “এটা অনেক দিন ধরেই আমার মাথায় ছিল। 

আমার মনে হয় গত কয়েক বছর মানসিক ভাবে বেশি ক্লান্তিকর ছিল। বেশ কিছু চোটও ছিল। বারবার নিজের সবটুকু উজাড় করে দিতে হয়। কিন্তু আমার সেই মানসিক শক্তি ধীরে ধীরে কমে আসছিল। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ করার সুযোগ পাওয়াটা দারুণ। কারণ, আমাদের কাছে এটা অন্যতম বড় সিরিজ়। 

সতীর্থ এবং পরিবারের সামনে ক্রিকেটজীবন শেষ করতে পারাটা সত্যিই বিশেষ কিছু হবে। ভারতে বিশ্বকাপ জিতে শেষ করতে পারলে ভাল হতো, কিন্তু ঘরের মাঠে শেষ করাটাও দুর্দান্ত হবে।

ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এই সফরে রয়েছে তিনটি করে টি-টোয়েন্টি ও এক দিনের ম‍্যাচ এবং একটি টেস্ট।

দেশের হয়ে ১২৩টি এক দিনের ম‍্যাচে ৩.৫৬৩ রান রয়েছে হিলির। এক দিনের ম‍্যাচ খেলেছেন ১৬২টি। রান ৩,০৫৪। দশটি টেস্ট খেলে করেছেন ৪৮৯ রান। মোট ১৭২টি ক‍্যাচ রয়েছে এই উইকেট রক্ষকের। স্টাম্প ১০৩টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়