স্পোর্টস ডেস্ক : কোচ শাবি আলোন্সোর রিয়াল মাদ্রিদ অধ্যায় সাত মাসেই শেষ হয়ে গেলো। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলে হারের পরদিনই এলো এই খবর। সোমবার ইউরোপের সফলতম ক্লাবটি এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সম্মতিতে আলোন্সোর চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। -- বিডিনিউজ
একটু পরই আরেকটি বিবৃতিতে নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। রিয়ালের ‘বি’ দলের দায়িত্বে ছিলেন ক্লাবের এই ডিফেন্ডার।
জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে অবিশ্বাস্য সাফল্যের পর গত জুনে তিন বছরের চুক্তিতে রিয়ালের দায়িত্ব নেন আলোন্সো। ওই মাসেই শুরু ৩২ দলের ক্লাব বিশ্বকাপে ভালো-খারাপ পারফরম্যান্সে সেমি-ফাইনাল পর্যন্ত খেলতে পারে রিয়াল।
এরপর নতুন মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দারুণ করে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচের ১৩টিই জেতে আলোন্সোর দল। এর মধ্যে ছিল মৌসুমের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয়ও।
লা লিগায় নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় স্থান থেকে ৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিল রিয়াল। কিন্তু পরের কয়েক ম্যাচে পথ হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারায় দলটি।
মাঝে তো সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের মধ্যে তারা জিততে পারে কেবল দুটি, ঘরের মাঠে হারে টানা দুই ম্যাচে।
তাতেই আলোন্সোর দিকে ধেয়ে আসতে শুরু করে সমালোচনার বিষাক্ত তীর। ক্লাব সমর্থকরাও ক্ষুব্ধ হয়ে ওঠে। দিনে দিনে তার অবস্থান নড়বড়ে হতে থাকে, এমনকি তার ছাঁটাই হওয়ার গুঞ্জনও ডালপালা মেলতে শুরু করে।
পরে অবশ্য ঘুরে দাঁড়ায় রেয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে রোববার জেদ্দায় সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হয় তারা। দুই দফায় পিছিয়ে পড়ে ঘুরেও দাঁড়ায় আলোন্সোর দল। কিন্তু তৃতীয় গোল হজমের পর আর পারেনি তারা।
আলোন্সোর কোচিংয়ে সব মিলিয়ে ৩৪ ম্যাচের মধ্যে রিয়াল জিতেছে ২৪টি, ড্র করেছে ৪টি ও হেরেছে ৬টি।
লা লিগায় এখন ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।