শিরোনাম
◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ◈ অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে ◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও)

স্ত্রীকে হাত-পা বেঁধে স্বামী জামায়াত নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর পশ্চিম রাজাবারে সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর খুনিরা ওই বাসায় লুটপাট চালিয়ে নির্বিঘ্নে চলে যায়। নিহতের নাম আনোয়ারুল্লাহ। তিনি ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ছিলেন।

পরিবারের দাবি, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ বলছে, এটি চুরির ঘটনা থেকে হত্যাকাণ্ড হতে পারে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে একদল চোর দোতলা বাসায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।  এরপর নিহতের স্ত্রীর হাত-পা বেঁধে হত্যাকাণ্ড ঘটায়। পরে বাসা থেকে নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়।

তিনি বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি। সোহরাওয়ার্দী হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। চোরদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি আনোয়ারুল্লাহর বাসায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। যে গ্রিল কেটে তারা প্রবেশ করেছে, সেটিই ছিল মূল প্রবেশপথ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে।

পরিবারের সদস্যরা জানান, খুনিরা আনোয়ারুল্লাহকে হত্যার পর আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ডিএমপির ডিবি (মিডিয়া) তালেবুর রহমান বলেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়