শিরোনাম
◈ অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে ◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই ◈ ইসিতে আপিল শুনানি: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন ◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠা‌বে না বি‌সি‌বি, সিদ্ধান্ত পাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৩২ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠা‌বে না বি‌সি‌বি, সিদ্ধান্ত পাকা

এল আর বাদল : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর বিষয়ে নিজেদের আগের অবস্থানেই আছে।

মঙ্গলবার দুপুরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আলোচনায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করতে আইসিসিকে আবারও আহ্বান জানায় বিসিবি। অন্যদিকে ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়ে যাওয়ায় বিসিবিকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ করে আইসিসি। পরিস্থিতি সমাধানে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে বিবৃতিতে জানানো হয়।

আলোচনায় বিসিবির প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে এই টানাপোড়নের শুরু হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দেশটির কিছু রাজনৈতিক নেতা ও উগ্রবাদী ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত ৩ জানুয়ারি এই পেসারকে দল থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশনা মেনে একই দিন মুস্তাফিজকে ছেড়ে দেয় নিলাম থেকে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স।

এর পরদিন নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা।

আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। গ্রুপপর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লিটন দাসের দলের ম্যাচ দুটির ভেন্যু কলকাতা। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়