তপু সরকার হারুন, শেরপুরঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি।
আজ ১৩ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
প্রসঙ্গগত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। যাছাই বাছাই শেষে মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা বিএনপির আহবায়ক হযরত আলীর কন্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেওয়া হয়েছে।