শিরোনাম
◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের তৃতীয় রাউন্ডে বড় কোনো অঘটন হয়নি। ইংল্যান্ডের শীর্ষ সারির ক্লাব চেলসি, আর্সেনাল ও লিডস ইউনাইটেড নিজেদের শক্তির প্রমাণ দিয়ে জয় তুলে নিয়েছে।

 দ্য ভেলিতে শনিবার রাতে চার্লটন অ্যাথলেটিকের আতিথ্য নিয়েছিল চেলসি। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলটি ঘরের মাঠে লড়াই জমাতে পারেনি। তাদের ৫–১ ব্যবধানে উড়িয়ে দেয় প্রিমিয়ার লিগের দল চেলসি। জয় পাওয়া ম্যাচে জোরেল হাতো, তোসিন আদারাবিয়ো, মার্ক গুয়েহি, পেদ্রো নেতো ও এনজো ফার্নান্দেজ একটি করে গোল করেন। স্বাগতিকদের সান্ত্বনার গোলটি আসে লিয়েবার্নের পা থেকে।

অন্যদিকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ—দুই টুর্নামেন্টেই টেবিলের শীর্ষে থাকা আর্সেনালও বড় জয় পেয়েছে। চ্যাম্পিয়নশিপের দল পোর্টসমাউথের বিপক্ষে ৪–১ গোলের জয় তুলে নেয় মিকেল আরতেতার দল। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ম্যাচে ৬১ শতাংশ সময় বলের দখল রাখে গার্নাররা। গ্যাব্রিয়েল মার্তিনেলি একাই হ্যাটট্রিক করেন। আর্সেনালের অপর গোলটি করেন আন্দ্রে দোজেল। --- টি স্পোর্টস

তবে ম্যাচের শুরুতে চমক দেখিয়েছিল পোর্টসমাউথই। ম্যাচের তৃতীয় মিনিটে বিশপের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু এরপরই আক্রমণের ঢেউ তোলে আর্সেনাল। একের পর এক আক্রমণে ভেঙে পড়ে পোর্টসমাউথের রক্ষণ।

এফএ কাপে জয় পেয়েছে প্রিমিয়ার লিগের আরেক দল লিডস ইউনাইটেডও। ডার্বি কাউন্টির বিপক্ষে ৩–১ গোলের জয় তুলে নেয় ড্যানিয়েল ফার্কির শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার ম্যাচে বেরেরটন দিয়াজের গোলে ৩৫ মিনিটে এগিয়ে যায় ডার্বি। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। তিনটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয় লিডস।

দিনের অন্য ম্যাচগুলোতে হাল সিটি ও ব্ল্যাকবার্ন রোভার্সের ম্যাচটি ড্র হয়েছে। ওয়ালসেলকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছে নরউইচ সিটি। আর সাত গোলের নাটকীয় ম্যাচে ম্যান্সফিল্ড টাউনের কাছে ৪ গোল হজম করে জয় বঞ্চিত থাকে শেফিল্ড ইউনাইটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়