স্পোর্টস ডেস্ক : আগামী মাসের ৭ তারিখ শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের মতো করে ফেবারিট দল ও সম্ভাব্য বিশ্বকাপজয়ীর নাম জানাচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। এবার তাদের দলে যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম জানালেন আকরাম। তার মতে, বৈশ্বিক এ টুর্নামেন্টে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। -- ডেইলি ক্রিকেট
আকরাম বলেন, এই চার দল সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, দলগত ভারসাম্য এবং বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার দিক থেকে অন্যদের তুলনায় এগিয়ে। বিশেষ করে চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাই তাদের আলাদা করে রেখেছে বলে মনে করেন তিনি।
অবাক করার বিষয় সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের তালিকায় নেই আকরামের দেশ পাকিস্তান। এমনকি ইংল্যান্ডকেও এই তালিকায় রাখেননি সাবেক এ পেসার। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে আকরাম মনে করেন, ধারাবাহিকতা ও বর্তমান ফর্মই বড় টুর্নামেন্ট সাফল্য পাওয়ার মূল চাবিকাঠি।
উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও পাকিস্তান। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বৈশ্বিক এ টুর্নামেন্ট।