শিরোনাম
◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০১:৫৭ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ কলকাতা থেকে সরতে পারে, চেন্নাই–তিরুবনন্তপুরমে আয়োজনের ভাবনা!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। টুর্নামেন্ট শুরুর আর তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ দল ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো খেলবে কি না—সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ক্রিকবাজের একটি প্রতিবেদন বলছে আইসিসি বিকল্প ভেন্যুর কথা ভাবছে। তবে বাংলাদেশের জোরালো দাবির পরও শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুব কম। বিকল্প ভেন্যু খোঁজা হচ্ছে ভারতেই! 

এক্ষেত্রে আইসিসি ও সহ-আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেসিএ) বিষয়টি জানিয়ে রেখেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে টিএনসিএ ও কেসিএর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও জানা গেছে, তারা ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম ইতোমধ্যেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত এবং সেখানে সাতটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। তার মধ্যে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচও আছে। টিএনসিএ কর্মকর্তারা আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছেন, তাদের কাছে আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজনেও কোনও সমস্যা হবে না।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলবে—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা টাইগারদের।

এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে স্কোয়াড থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দেয় বিসিসিআই। এরপরই ভারতে সফর নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে দুই দফা চিঠি পাঠায় বিসিবি। এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও জবাব দেয়নি আইসিসি। ধারণা করা হচ্ছে, সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে সংস্থাটি।

তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট শুরুর ঠিক আগে, ৭ ফেব্রুয়ারির কাছাকাছি সময়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া লজিস্টিকভাবে বেশ জটিল হওয়ায় বিসিবির সেই দাবি মেনে নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়