স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে দারুণ ফুটবল উপহার দেওয়া লেনার্ট কার্ল খেলতে চান ২০২৬ বিশ্বকাপে।
১৭ বছর বয়সী জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার মনের কোণে বুনছেন আরেকটি স্বপ্ন। ক্যারিয়ারের কোনো একটা পর্যায়ে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদের অংশ হতে চান তিনি।
চলতি মৌসুমে ইতিহাস গড়েছেন কার্ল। বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি। ---- বিডিনিউজ
ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোলের কীর্তিও তারই। বায়ার্ন সমর্থকদের একটি আয়োজনে তিনি বললেন, কোনো এক পর্যায়ে তিনি খেলতে চান স্বপ্নের ক্লাব রিয়ালে।
এফসি বায়ার্ন খুব বড় একটি ক্লাব। এখানে খেলা স্বপ্নের মতো। তবে একটা পর্যায়ে আমি অবশ্যই রিয়াল মাদ্রিদে যেতে চাই। এটা আমার স্বপ্নের ক্লাব। তবে ব্যাপারটা আমাদের মধ্যেই থাকুক।
১২ বছর বয়সে বায়ার্নে যোগ দেন কার্ল। এর আগে কিছু দিন ছিলেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টেও। চলতি বছর তার চাওয়া, বিশ্বকাপে জার্মানির প্রতিনিধিত্ব করা।
“আগে আমাদের ভালো খেলতে হবে, এরপর দেখা যাবে। ১৭ বছর বয়সে বিশ্বকাপে খেলতে পারা হবে বিশেষ কিছু।