স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১২তম আসর আর মাত্র দু’দিন পর শুরু হচ্ছে। ফ্রাঞ্চাইজি এই লিগ মাঠে গড়ানোর আগে বড়সড় চমক উপহার টিম নোয়াখালী এক্সপ্রেস।
বিপিএলে এবারই প্রথম যুক্ত হওয়া নোয়াখালী এক্সপ্রেস ভিড়িয়েছে হাসান ইসাখিলকে। ডানহাতি এই ব্যাটার আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবির বড় ছেলে। এবারের বিপিএলে ইতিমধ্যেই নবিকে দলে নিয়েছে নোয়াখালী। তাতে এবার মাঠে দেখা যাবে পিতা-পুত্রের জুটি।
মঙ্গলবার সন্ধ্যায় বাবা ও ছেলের ছবি পোস্ট করে আগমনের বার্তা দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। অবশ্য মাঠে বাপ-বেটার জুটি আগেও দেখেছে দশর্করা। এর আগে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলতে দেখা গেছে এই বাবা ছেলেকে।
আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। রাত পৌনে আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে দলটির প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
ডানহাতি ব্যাটার ইসাখিল মূলত ওপেনিংয়ে খেলেন। আফগানিস্তানের জাতীয় দলে না খেললেও ১৯ বছর বয়সী এই ব্যাটার খেলেছেন আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে।
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ, বিলাল সামি, হাসান ইসাখিল।