স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ডে নাম লেখালেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। ১ ওভারে ৫ উইকেট শিকার করে ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছিলেন ২৮ বছর বয়সী এ পেসার।
কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্দোনেশিয়া। বালিতে অনুষ্ঠিত এই ম্যাচে দারুণ কীর্তি গড়েন প্রিয়ান্দানা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার নজির নেই। সেই রেকর্ডই নিজের করে নিলেন প্রিয়ান্দানা। ---- ডেইলি ক্রিকেট
আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট নেওয়ার ঘটনা নেই। তবে এক ওভারে ৪ উইকেট নেওয়ার নজির আছে ১৪টি।
তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার নজির আছে দুটি। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর বিপক্ষে এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন আল আমিন হোসেন। ২০১৯-২০ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এমন কীর্তি গড়েছিলেন অভিমন্য মিথুন।
কম্বোডিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছিল কম্বোডিয়া। জয়ের জন্য তাদের শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৬২ রান। কিন্তু এরপরই শুরু হয় প্রিয়ান্দানার তান্ডব। ১৬তম ওভারে নিজের প্রথম স্পেল করতে এসে সব হিসাব-নিকাশ ওলট পালট করে দেন তিনি।
প্রথম তিন বলে তিন উইকেট নেন প্রিয়ান্দানা। চতুর্থ নম্বর বলটি দেন ডট। পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নেন আরও দুই উইকেট। মাঝে একটি দেন ওয়াইড। সব মিলিয়ে ১ ওভারে ১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন প্রিয়ান্দানা। ইন্দোনেশিয়া পায় ৬০ রানের জয়।