স্পোর্টস ডেস্ক : হালে পানি পেলো না অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিলো টাইগার যুবারা। সেমিতে পাকিস্তানের কাছে ২ উইকেটের ব্যবধানে হেরে গেছে আজিজুল হাকিম তামিমের দল। --- ডেইলি ক্রিকেট
আগে ব্যাট করে ১২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে খুব সহজেই জয় তুলে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফিফটি করে পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক সামির মিনহাজ।
বৃষ্টি বাধায় নির্দিষ্ট সময়ের অনেক পরে শুরু হয় খেলা। যার কারণে ওভার কমে আসে ২৭-এ। টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালো হলেও বড় ইনিংস খেলতে পারেননি দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ১৬ বলে ১৪ রান করে ফেরেন রিফাত। জাওয়াদের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান।
তিনে নেমে শুরুটা ভালো করেছিলেন অধিনায়ক তামিম। কিন্তু তিনিও বড় ইনিংস খেলাতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ২০ রান।
এরপর কালাম সিদ্দীকি, মোহাম্মদ আব্দুল্লাহ ও শেখ পারভেজ জীবনরা শুধু উইকেটে হাজিরা দিয়ে গেছেন। শেষের দিকে ৩৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন সামিউন বশির।
পাকিস্তানের হয়ে ৬ ওভারে ২০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন আব্দুল সুবহান।
রান তাড়ায় প্রথম ওভারে উইকেট হারালেও পরক্ষণে গুছিয়ে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের আর কোনো সুযোগ দেননি তারা। বিশেষ করে পাকিস্তানের ওপেনার সামির মিনহাজ রীতিমত তান্ডব চালিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর।
উসমান খানের সাথে গড়েন ৮৫ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন মিনহাজ। খেলেছেন ৫৭ বলে ৬৯ রানের ইনিংস।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির।