স্পোর্টস ডেস্ক : ৪৮ ঘণ্টা না আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে হেরে যায় জিম্বাবুয়ে। সেই দলটি এবার শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরেছে।
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার আগে ব্যাটিং করে ১৬২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়ায় নেমে শুরু ও শেষের ধাক্কায় ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৬৭ রানে জয় পায় জিম্বাবুয়ে।
এদিন টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিং নেমে দুটি দারুণ পার্টনারশিপ উপহার দেয় জিম্বাবুয়ে। দলীয় ২৬ ও ৪০ রানে টপ অর্ডারের দুই ব্যাটার আউট হলে সিকান্দার রাজার সঙ্গে ব্রায়ান বেনেট ৬১ রানের জুটি গড়েন। -- টি স্পোর্টস
দুর্ভাগ্য বেনেটের। মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের দশম অর্ধশতক পূর্ণ হয়নি তাঁর। ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে ক্যাচ তুলে ৪৯ রানে ক্রিজ ছাড়েন তিনি। ১১৬ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে ৫টি চার ও ১টি ছক্কা মারেন বেনেট।
বেনেট আউট হলে রায়ান বার্লের সঙ্গে ফের জুটি গড়েন জিম্বাবুয়ে অধিনায়ক। যদিও এই জুটিটি ছিল কেবল ২৩ রানের, তবে দলকে এগিয়ে নিতে বেশ কার্যকর ছিল। আর রাজার ব্যাটিং ছিল প্রশংসাযোগ্য। ৩২ বলে ৪৭ রান করেন তিনি, যাতে ছিল ৩টি চার ও ২টি ছয়।
শেষ দিকে আসা-যাওয়ার মিছিলে ছিলেন জিম্বাবুয়ে ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামে তাদের যাত্রা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান হাসারাঙ্গা। দুটি উইকেট তুলেন দুষ্মন্ত চামিরা।
জবাব দিতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। মূলত রিচার্ড নাগারাভা ও টিনোটেন্ডা মাপোসার পেসে কাবু হয়ে পড়েন পাথুম নিশাঙ্কা, কুসল পেরেরা।
নড়বড়ে দলকে কিছুটা টেনে তুলেন দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে। বাইশগজ ছাড়ার আগ পর্যন্ত লঙ্কান অধিনায়ক ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। রাজাপাকসের ব্যাট থেকে আসে ১১ রান, যদিও এই রানের জন্য তাকে ১৮ বল মোকাবিলা করতে হয়। মূলত উইকেটে থিতু হওয়ার জন্যই লড়াই চালিয়ে যেতে দেখা যায়।
শানাকা আউট হলে সব আশা উবে যায় শ্রীলঙ্কার। লেজের সারির কোনো (৬) ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি। তাতেই ৯৫ রানে থেমে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হার দেখতে হয়েছে লঙ্কানদের।