স্পোর্টস ডেস্ক : যতোটা দুর্বল মনে করা হয়েছিলো, ততোটা দুর্বল নয় নয় আয়ারল্যান্ড। টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করেছে তারা। সিলেট টেস্টে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে আয়ারল্যান্ড। একের পর এক ক্যাচ মিস করা বাংলাদেশ আছে কিছুটা চাপে। দিনের শেষ ওভারে জর্ডান নেইলকে হারানো আয়ারল্যান্ড ৮ উইকেটে তুলেছে ২৭০ রান। ব্যারি ম্যাকার্থি অপরাজিত আছেন ৫৬ বলে ২১ রানে।
অথচ ইনিংসের প্রথম ওভারেই অ্যান্ডি বালবির্নির উইকেট হারায় আইরিশরা। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৯৫ রান যোগ করেন পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল। যা তাদের টেস্ট ইতিহাসে এই জুটিতে সর্বোচ্চ।
পেছনে ফেলেছেন বালবির্নি ও কার্টিস ক্যাম্ফারের দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রানের জুটিকে। ৭৬ বলে ৬০ রান করা স্টার্লিংকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাহিদ রানা। ৫৯ রান করেছেন কারমাইকেল।
হ্যারি টেক্টর ফিরেছেন ১ রানেই। ভালো শুরু করা কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ক্যাম্ফার করেছেন ৪৪ ও টাকারের ব্যাট থেকে এসেছে ৪১ রান। অ্যান্ডি ম্যাকব্রাইন বড় ইনিংস খেলতে পারেননি। মিরাজের বলে স্টাম্পিং হওয়ার আগে করেছেন ৫ রান।
এদিন বেশ কয়েকবার ম্যাচ প্রথম সেশনেই আয়ারল্যান্ডের তিনটি ক্যাচ ছাড়ে বাংলাদেশ। পরের দুই সেশনেও ক্যাচ ছেড়েছে টাইগার ফিল্ডাররা।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অভিষিক্ত হাসান মুরাদ শিকার করেছেন ২ উইকেট।