শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৯:৫১ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি

আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (১১ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক বৈঠকে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হয়। এই নতুন দর আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দামে ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৮৭৩ টাকা, যা ভরি হিসেবে দাঁড়ায় ২ লাখ ৮ হাজার ৩২৮ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৭ হাজার ৬১ টাকা এবং ভরি প্রতি ১ লাখ ৯৮ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৪ হাজার ৬২৩ টাকা এবং ভরি প্রতি ১ লাখ ৭০ হাজার ৫৫৮ টাকা। অপরদিকে, সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৬২ টাকা, যা ভরি হিসেবে ১ লাখ ৪১ হাজার ৮৩৬ টাকা হবে।

সবশেষ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। অর্থাৎ ভরিতে এবার দাম চার হাজার টাকারও বেশি বেড়েছে। 

রূপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম প্রায় ৪,২৪৮ টাকা, ২১ ক্যারেটের দাম প্রায় ৪,০৪৮ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রায় ৩,৪৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম প্রায় ২,৬০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে বলেও জানানো হয়।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাব দেশের বাজারেও পড়ছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজার স্থিতিশীল রাখতে এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়