শিরোনাম
◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ ◈ দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরী এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক :  বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়াই হ‌বে নেপাল ও ভার‌তের। দুটি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি টিম হোটেল যান ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটি তারকার আজ দুপুর ১২ টায় ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডে রাস্তায় ট্রাফিক জ্যামে পড়ায় বাফুফের দেয়া টিকিটের ফ্লাইট মিস করেন হামজা। পরবর্তীতে তিনি নিজে ঢাকায় আসার টিকিট করেন। এতে বাংলাদেশে আগমন পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। কোনো প্রাকটিস না থাকায় আজ হোটেলেই বিশ্রাম নেবেন হামজা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল। সবঠিক থাকলে এদিন কোচ হাভিয়ের কাবরেরার প্রাকটিস সেশনে দেখা যাবে হামজাকে। এদিকে আসন্ন নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে আগামীকাল রাতেই ঢাকায় পৌঁছানোর কথা কানাডা প্রবাসী সমিত সোমের। 

এদিকে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেয়ার আগে হতাশ হয়েছেন সমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে আতলেতিকো অটোয়ার কাছে শিরোপা হাতছাড়া করেছে সমিতের ক্যাভালরি এফসি। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে ১–১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে; সেখানেই নির্ধারণ হয় শিরোপা। আতলেতিকো অটোয়া জেতে ২–১ ব্যবধানে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে ১৩ নভেম্বর একই সময়ে হামজাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নেপাল। 

১৩ নভেম্বর ঢাকায় ম্যাচ খেলতে আগামীকাল ঢাকায় আসার সূচি রয়েছে নেপালের। যদিও আজ পর্যন্ত নেপালের ফুটবলাররা ঘরোয়া লিগের জন্য আন্দোলন করেছে। ১৮ নভেম্বর ম্যাচ খেলতে ১৫ নভেম্বর ঢাকায় আসবে ভারত৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়