শিরোনাম
◈ কিভাবে ভোট দেবেন প্রবাসীরা, জানালেন ইসি সানাউল্লাহ ◈ বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ◈ ট্রাম্পের অস্পষ্ট গাজা প্রস্তাব—যুদ্ধ থেমেছে, ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চি: আল জাজিরার প্রতিবেদন ◈ ২০২৫ সালে বিদেশে বসবাসের জন্য সেরা যে ৫ দেশ ◈ গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির ফেসবুক স্ট্যাটাস ◈ জাতিসংঘের বিশেষ দূতের প্রশ্ন: শক্তিশালী নৌবাহিনী গাজার অবরোধ ভাঙতে ব্যর্থ কেন? ◈ উত্তাল সমুদ্র থেকে শহিদুল আলমের স্ট্যাটাস: ইসরায়েলি হামলার শঙ্কা পেরিয়ে গাজার পথে অটল অভিযাত্রা ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ১০ জেলায় ঝড়ের আশঙ্কা ◈ ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করে ফ্লোটিলার প্রথম জাহাজ গাজার জলসীমায় প্রবেশ ◈ যেভাবে সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০১ অভিযাত্রী আটক হয়, জানা গেল জাতীয়তা (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে হালান্ডের জোড়া গোলেও হোঁচট খেল সিটি, আর্সেনাল ও নাপোলির জয়

চ্যাম্পিয়নস লিগে বুধবার (১ অক্টোবর) রাতের ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যাচে দুইবার লিড পেয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত মোনাকোর মাঠ থেকে ড্র নিয়েই ফিরতে হলো ইংলিশ জায়ান্টদের।

ম্যাচের ১৪ মিনিটে প্রথমবার জালের দেখা পান হালান্ড। তবে সিটি এগিয়ে থাকতে পারেনি বেশিক্ষণ। মাত্র ৪ মিনিট পরেই মোনাকোকে সমতায় ফেরান জর্ডান তেজ। 

এরপর বিরতির ঠিক আগে আবারও গোল করলেন হালান্ড। তবে শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি সিটি। ম্যাচের শেষ মুহূর্তে মোনাকোর এরিক ডায়ারের মাথায় নিকো গঞ্জালেজের পা লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ডায়ার। এতে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে শেষ হয়েছে ম্যাচ।

অপর এক ম্যাচে ঘরের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে হারিয়ে ধারাবাহিকতা বজায় রাখল আর্সেনাল। ম্যাচের ১২ মিনিটেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় গানার্সরা।

পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক খেললেও ব্যবধান বাড়াতে অপেক্ষা করতে হয় যোগ করা সময়ে। বদলি নেমে বুকায়ো সাকা জালের দেখা পেলে নিশ্চিত হয় আর্সেনালের ২–০ গোলের জয়। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেল লন্ডনের দলটি।

আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি থেকে নাপোলিতে আসা বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা প্রমাণ করলেন ফুরিয়ে যাননি তিনি। ৩৬ মিনিটে ডি ব্রুইনার পাসে গোল করেন নাপোলির রাসমুন হইলুন্দ।

তবে ৬২ মিনিটে লুইস সুয়ারেজের পেনাল্টিতে সমতায় ফেরে স্পোর্তিং লিসবন।  এরপর ম্যাচের ৭৯ মিনিটে আবারও হইলুন্দকে দিয়ে গোল করান ডি ব্রুইনা। শেষ পর্যন্ত সেই গোলেই নাপোলির ২–১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়