শিরোনাম
◈ জানুয়ারি থেকেই চালু হতে পারে নতুন পে স্কেল ◈ কিভাবে ভোট দেবেন প্রবাসীরা, জানালেন ইসি সানাউল্লাহ ◈ বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ◈ ট্রাম্পের অস্পষ্ট গাজা প্রস্তাব—যুদ্ধ থেমেছে, ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চি: আল জাজিরার প্রতিবেদন ◈ ২০২৫ সালে বিদেশে বসবাসের জন্য সেরা যে ৫ দেশ ◈ গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির ফেসবুক স্ট্যাটাস ◈ জাতিসংঘের বিশেষ দূতের প্রশ্ন: শক্তিশালী নৌবাহিনী গাজার অবরোধ ভাঙতে ব্যর্থ কেন? ◈ উত্তাল সমুদ্র থেকে শহিদুল আলমের স্ট্যাটাস: ইসরায়েলি হামলার শঙ্কা পেরিয়ে গাজার পথে অটল অভিযাত্রা ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ১০ জেলায় ঝড়ের আশঙ্কা ◈ ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করে ফ্লোটিলার প্রথম জাহাজ গাজার জলসীমায় প্রবেশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৩:৫১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা দলের সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকেরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। তখন আখতার হোসেন ও তাসনিম জারা এখনো সেখানে পৌঁছাননি।

এনসিপির পক্ষ থেকে পরবর্তী এক বিবৃতিতে ঘটনাটিকে “দুঃখজনক ও নিন্দনীয়” বলে উল্লেখ করা হয়। বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে যান। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকায় ফেরেন। তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা এবং এনসিপি নেতারা ছিলেন।

বিমানবন্দরে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, হুমায়ূন কবির গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে ফুল দিয়ে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা উচ্চস্বরে স্লোগান শুরু করলে সাংবাদিকদের বক্তব্য শোনায় অসুবিধা হয়। সাংবাদিকরা অনুরোধ করলে কয়েকজন কর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ ঘটনার পর সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে এনসিপির সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ সাংবাদিকেরা সম্মেলন বর্জন করে চলে যাচ্ছেন। এনসিপির কিছু নেতা অনুরোধ জানালেও তারা আর ফিরে আসেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়