বলিউড বাদশাহ শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। ৩৩ বছর ধরে বলিউড শাসন করা এই সুপারস্টার ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদের মালিক হয়েছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ এর বরাত দিয়ে দ্য হিন্দুস্তান টাইমস এই চাঞ্চল্যকর খবরটি জানিয়েছে।
৫৯ বছর বয়সী শাহরুখ খান শুধুমাত্র ভারতের সবচেয়ে ধনী তারকাই নন, তিনি বিশ্বব্যাপী অভিনেতাদের মধ্যেও শীর্ষস্থান দখল করেছেন। এই বিশাল অর্জনের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন আন্তর্জাতিক তারকা পপ গায়িকা টেলর সুইফট (১ দশমিক ৩ বিলিয়ন ডলার), অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার (১ দশমিক ২ বিলিয়ন ডলার) এবং কৌতুক অভিনেতা জেরি সাইনফিল্ড (১ দশমিক ২ বিলিয়ন ডলার)-এর মতো ব্যক্তিত্বদের।
হুরুন রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, গত বছর শাহরুখের সম্পদ ৮৭০ মিলিয়ন ডলার থাকলেও এ বছর তা বেড়ে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অভিনয়, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মতো প্রযোজনা সংস্থা এবং কলকাতা নাইট রাইডার্সের (আইপিএল দল) মালিকানা থেকে বিজ্ঞাপনচিত্রের মডেলিং—নানা মাধ্যম থেকে তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন।
নতুন হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, শাহরুখ খান দ্বিতীয় স্থানে থাকা তারকার চেয়ে সম্পদের ব্যবধানে অনেকটা এগিয়ে গেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। তৃতীয় স্থানে আছেন হৃতিক রোশন (২ হাজার ১৬০ কোটি রুপি)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে করণ জোহর ও অমিতাভ বচ্চন।
সম্প্রতি 'জওয়ান' (২০২৩ সালে ১ হাজার কোটি রুপি আয়) ছবির জন্য যুগ্মভাবে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শাহরুখ খান, যা তার ক্যারিয়ারের প্রথম জাতীয় পুরস্কার। 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে শুরু করে 'জওয়ান' পর্যন্ত তার দীর্ঘ এবং সফল পথচলা তাকে এই উচ্চতায় নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিপুল জনপ্রিয়তা, যেমন এক্সে ৪ কোটি ৩৯ লাখ এবং ইনস্টাগ্রামে ৪ কোটি ৮৬ লাখ অনুসারী রয়েছে।