শিরোনাম
◈ আইসিসির শাস্তি পেলেন ভার‌তের সূর্য ও পা‌কিস্তা‌নের হারিস ◈ গর্ভবতী ভারতীয় নারী‌কে বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি হয়েছে, কলকাতা হাইকোর্টের রায় ◈ ড. ইউনূসের ভাষণ ঘিরে জাতিসংঘের সামনে সংঘর্ষ মারামারিতে বাংলাদেশিরা (ভিডিও) ◈ সার্ক পুনরুজ্জীবনের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘে ◈ এ‌শিয়া কাপ ফাইনাল খেলার সময় ভারত‌কে বাংলাদেশ ভাব‌তে হ‌বে, পাকিস্তান দল‌কে ‌শো‌য়েব আখতা‌রের পরামর্শ ◈ সোহেল তাজকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা বললেন তার বোন ◈ তৃতীয় দফায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ◈ গাজা যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প: সৌদি পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারত নাকা‌নিচুবা‌নি খে‌য়ে সুপার ওভারে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জয় পে‌লো ◈ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কাপ ফাইনাল খেলার সময় ভারত‌কে বাংলাদেশ ভাব‌তে হ‌বে, পাকিস্তান দল‌কে ‌শো‌য়েব আখতা‌রের পরামর্শ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দল পাশে পেয়েছে দুই প্রাক্তন ক্রিকেটারকে। এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর ‘টোটকা’ দিয়েছেন শোয়েব আখতার ও ওয়াকার ইউনিস। 

ভারতের এক ক্রিকেটারকে আউট করার দিকে নজর দিতে বলেছেন আখতার। অন্য দিকে ইউনিস আবার এক ক্রিকেটারকে বাদ দিয়ে দল নামানোর পরামর্শ দিয়েছেন।

একটি অনুষ্ঠানে এশিয়া কাপের ফাইনাল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আখতার জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে খেলছি ভাবলে চলবে না পাকিস্তানকে। 

তিনি বলেন, নিজেদের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এটা ভাবলে চলবে না যে, ভারতের বিরুদ্ধে খেলছ। ভাবতে হবে, বাংলাদেশের বিরুদ্ধে খেলছো। ২০ ওভার বল করার কথা ভাববে না। ওদের অল আউট করার কথা ভাববে।

অভিষেক শর্মাকে তাড়াতাড়ি আউট করার পরামর্শ দিয়েছেন আখতার। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ বলে ৭৪ রান করেছিলেন অভিষেক। সেই ইনিংসে ভর করে জিতেছিল ভারত। আখতারের মতে, অভিষেক তাড়াতাড়ি আউট হয়ে গেলে ভারত চাপে পড়ে যাবে। 

তিনি বলেন, আমার কথা মাথায় রেখো। প্রথম দুই ওভারের মধ্যে অভিষেককে আউট করে দিলে ওরা চাপে পড়ে যাবে। এমন তো নয় যে অভিষেকের সব শট গ্যালারিতে গিয়ে পড়বে। ও সুযোগ দেবে। সেটা কাজে লাগাতে হবে। শুরু থেকেই অভিষেককে আউট করার জন্য ঝাঁপাতে হবে।

ইউনিসের মতে, পাকিস্তানের উচিত সাইম আয়ুবকে ফাইনালে না খেলানো। চলতি প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে চার বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। বল ভাল করলেও ব্যাট হাতে তিনি দলকে ডোবাচ্ছেন বলে মনে করেন ইউনিস। 

সম্প্রচারকারী চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “আমি আগেই বলেছিলাম ওকে বাদ দিতে। এমন নয় যে ওর প্রতিভা নেই। ও পাকিস্তানের ভবিষ্যৎ। কিন্তু এখন ও ফর্মে নেই। ওর মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে। ওর জন্য দলের ক্ষতি হচ্ছে। কোনও কোনও সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তানকে ফাইনালে সেটাই নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়