শিরোনাম
◈ লাগাম টানা হলো পুলিশের গ্রেপ্তারি ক্ষমতায়, ১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন (ভিডিও) ◈ রাজনৈতিক দলের ৬ নেতাসহ ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ◈ এ‌শিয়া কা‌পে সুপার ফোরেও ভারতের কাছে দিশাহারা পাকিস্তান, হার‌লো ৬ উই‌কে‌টে ◈ ফিলিস্তিনকে যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার স্বীকৃতি, যা বললেন নেতানিয়াহু ◈ ফেসবুক নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিলো ঢাকা কলেজ ◈ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি ◈ দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ ◈ শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনা‌লে বাংলাদেশ  ◈ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী এবং এনসিপির আরও দুই নেতা ◈ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছাত্র-স্থানীয়দের সংঘর্ষ কেন বাধে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে উত্তেজনা!

ইমা এলিস, নিউ ইয়র্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসছেন। তাকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় প্রবাসী মহলে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পৃথক সমাবেশে বিএনপি ও আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে। বিএনপি স্বাগত কর্মসূচি নিলেও আওয়ামী লীগ বিক্ষোভের ডাক দিয়েছে।

আগামী ২২ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় রাতে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষই সেখানে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ডাইভার সিটি প্লাজায় এক সভায় জানায়, তারা ড. ইউনূসকে “অবাঞ্ছিত” ঘোষণা করেছে এবং বিক্ষোভ করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বিএনপি জ্যাকসন হাইটসে পথসভা ও মিছিল করেছে এবং শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সফরে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, বিএনপি নেতা হুমায়ুন কবিরসহ আরও কয়েকজন।

২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এরপর ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

গত বছর (২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ করেছিল। সেদিনও বিমানবন্দর এলাকা উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়