স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে সহজে পার পায়নি ভারত। ২০২ রানের বিশাল স্কোর গড়লেও ভারতকে রীতিমত নাকানি চুবানি খাইয়েছে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তাদের জিততে হয়েছে সুপার ওভারে।
এদিন অভিষেক শর্মার শুরুর তাণ্ডবের পর তিলক শর্মার শেষের ঝড়ে এবারের এশিয়া কাপের প্রথম দল হিসেবে দুইশ ছোঁয়া সংগ্রহ পায় ভারত। জবাবে পাতুম নিসাঙ্কার সেঞ্চুরিতে জয়ের পথে ছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় খেলা গড়াল সুপার ওভারে। এরপর টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আর পেরে ওঠেনি লঙ্কানরা।
আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভারে মাত্র ২ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এরপর প্রথম বলে দৌড়ে ৩ রান নিয়ে ভারতকে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব।
শুক্রবার দুবাইয়ে সুপার ফোরের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। জবাবে ৫ উইকেট হারিয়ে সমান রান তোলে লঙ্কানরাও।