শিরোনাম
◈ সোহেল তাজকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা বললেন তার বোন ◈ তৃতীয় দফায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ◈ গাজা যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প: সৌদি পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারত নাকা‌নিচুবা‌নি খে‌য়ে সুপার ওভারে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জয় পে‌লো ◈ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ জাতিসংঘে প্রধান উপদেষ্টার পুরো ভাষণ ◈ বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : জাতিসংঘে প্রধান উপদেষ্টা  ◈ ইইউ’র কঠোর অভিবাসন নীতি: বাংলাদেশিদের ফেরত আসার প্রবণতা বাড়ছে ◈ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’ ◈ প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সতর্ক থাকতে বললেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সিনেমা ও নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সম্প্রতি তার নামে ভুয়া আইডি নিয়ে বিপত্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, অর্থ চাওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় যুক্ত হন প্রভা। এ সময় তিনি জানান, তার নামের ফেইক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে যেন কেউ বিশ্বাস না করেন।

প্রভা বলেন, ‘আমার নাম ও ছবি দিয়ে অনেকগুলো ফেইক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।’

ফেইক অ্যাকাউন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’

ভক্তদের সতর্ক করে বলেন, ‘ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’

এর আগে একটি ভিডিওতে প্রভা বলেন, ‘একজন মহিলা আমাকে ফোন করে বললেন, মোহন নামে আপনার কোনো কাজিন আছে? আমি বললাম না। এরপর তিনি আরও কয়েকজনের নাম বললেন। ওইসব নামে আমার কোনো আত্মীয় নেই।

কোনো কথা না বলে তিনি বললেন, ‘তাদের বলে দেবেন আমার টাকাটা যেন তারা দিয়ে দেয়। এই কথা শুনে আমি আশ্চার্য হয়েছি। মনে হয়েছে এটা প্রতারণা। ফেসবুকে আমার নাম করে মানুষের কাছে টাকাও চাওয়া হচ্ছে। প্রথমত, আমি কারো থেকে টাকা ধার চাইব। সবাইকে সাবধান করলাম- আমার নামে ফেক পেজগুলো আনফলো করেন।”

প্রসঙ্গত, আগামীতে দুটি চলচ্চিত্রে দেখা যাবে প্রভাকে। বর্তমানে তা নিয়েই ভীষণ ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি তিনি সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘দেনা পাওনা’র শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে, তাঁর হাতে রয়েছে ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’ সিনেমার কাজ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়