অভিনেতা সুরিয়ার গৃহকর্মীর পরিবারের সঙ্গে জড়িয়ে বেশ বড় অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) অ্যান্থনি জর্জ প্রভু। তিনি মোট ৪২ লাখ রুপি (বাংলাদেশি টাকায় যা সাড়ে ৫৭ লাখেরও বেশি) হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্তকারীদের মতে, গৃহকর্মী সুলোচনা এবং তার ছেলে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীকে অর্থ বিনিয়োগের জন্য প্রলুব্ধ করেছিলেন। শুরুতে তার আস্থা অর্জনের জন্য, তারা ১ লাখ রুপির প্রাথমিক স্থানান্তরের বিপরীতে ৩০ গ্রাম সোনা ফেরত দিয়েছিলেন।
আর এতে উৎসাহিত হয়ে, অ্যান্থনি আরো বিনিয়োগ করতে থাকেন। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে মোট ৪২ লাখ রুপি স্থানান্তর করেন। তবে মার্চ মাসে যখন তিনি তার টাকা ফেরত চাইতে শুরু করেন, তখন পরিবারটি অদৃশ্য হয়ে যায়।
পুলিশের তদন্তে আরো জানা গেছে, একই পরিবার চেন্নাই জুড়ে একাধিক ভুক্তভোগীর সঙ্গে প্রতারণা করেছে, সম্মিলিতভাবে প্রায় ২ কোটি রুপি হাতিয়ে নিয়েছে, যাতে এই মামলাটি আরো বড় দিকে মোড় নেয়।
জুলাই মাসে অভিযোগ করার পর পুলিশ ইতিমধ্যে চারজনকে—বালাজি, ভাস্কর, সুলোচনা ও বিজয়লক্ষ্মী— গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠায়।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া সবাই সুরিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেই ঘটনার পর অভিনেতা অবিলম্বে তাদের চাকরি থেকে বরখাস্ত করেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া