স্পোর্টস ডেস্ক : প্রথমবার বাংলাদেশ এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্বে অংশ নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থার মধ্যে পড়ে যায়। বুধবার (২৪ সেপ্টেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮-২ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ আশার আলো জাগালেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে ভাঙতে হলো স্বপ্ন। ১১ মিনিটে আমিরাত এগিয়ে গেলেও এক মিনিট পরই বাংলাদেশের মোস্তফা চৌধুরীর গোলে সমতায় ফেরে দল। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আমিরাতের আলী ইব্রাহিম মোহাম্মদকে। দুই মিনিট খেলোয়াড় কম নিয়েও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি, ১-১ সমতায় বিরতিতে যায় দু’দল।
তবে দ্বিতীয়ার্ধে পুরো চিত্র পাল্টে যায়। একের পর এক আক্রমণে সাত গোল আদায় করে নেয় আরব আমিরাত। শেষ দিকে বাংলাদেশের হয়ে আবারও গোল করেন মোস্তফা চৌধুরী। শেষ পর্যন্ত ৮-২ গোলের ব্যবধানেই হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে।
এর আগে অভিষেক ম্যাচে এশিয়ার ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের কাছে ১২-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে হার ৮-১ গোলের। শেষ ম্যাচেও পয়েন্ট সংগ্রহ করতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ ফুটসাল দল।