স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর, এবার ২০৩০ আসরে ৬৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ এবং দক্ষিণ আমেরিকার তিন ফুটবল ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর মাধ্যমেই প্রথমবারের মতো সরাসরি ফিফার কাছে প্রস্তাব পেশ করল কনমেবল।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে উরুগুয়ের এক প্রতিনিধি প্রথমবার অনলাইনে ফিফার নির্বাহী কাউন্সিল সভায় ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। এবার সরাসরি বৈঠকের মাধ্যমে বিষয়টি গুরুত্ব পেল।
ডমিঙ্গুয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা বিশ্বাস করি ২০৩০ বিশ্বকাপ হবে ঐতিহাসিক! ধন্যবাদ ইনফান্তিনো, আমাদের স্বপ্নের যাত্রায় একাত্ম হওয়ার জন্য। ফুটবল যখন সবার সঙ্গে ভাগাভাগি হয়, তখন উদযাপন সত্যিকারের বৈশ্বিক হয়ে ওঠে।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজিত হবে তিন মহাদেশে ছয়টি দেশে- উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কো। যদি ৬৪ দলের টুর্নামেন্ট অনুমোদিত হয়, তবে মোট ম্যাচ দাঁড়াবে ১২৮, যা বর্তমান ৬৪ ম্যাচের দ্বিগুণ।
এতে কনমেবলের ১০ সদস্য দেশই স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পেতে পারে। এখন পর্যন্ত একমাত্র ভেনেজুয়েলা ছাড়া দক্ষিণ আমেরিকার সব দেশ অন্তত একবার বিশ্বকাপে অংশ নিয়েছে।
তবে সমালোচকরা মনে করছেন, ৬৪ দলের আসর আয়োজন করলে খেলার মান কমে যেতে পারে এবং বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্ব হ্রাস পাবে।