শিরোনাম
◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাবার মৃত্যুর খবর পেয়ে কাঁদ‌তে কাঁদ‌তে আ‌মিরাত থে‌কে শ্রীলঙ্কায় ফিরে গে‌লেন দুনিথ ওয়েল্লালাগে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ চলাকালীনই এল দুঃসংবাদ। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই বাবার মৃত্যুর খবর পেলেন শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে। বৃহস্পতিবার মাহিশ থিকসানার পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তরুণ স্পিনার। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা সুরঙ্গ ওয়েল্লালাগের। বয়স হয়েছিল ৫৪ বছর।

খেলার মাঝেই শ্রীলঙ্কার সাজঘরে এই দুঃসংবাদ পৌঁছোয়। তখন মাঠে ছিলেন ২২ বছরের স্পিনার। খেলার মাঝে তাঁকে বিষয়টি জানানো হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ওয়েল্লালাগেকে বাবার মৃত্যুর খবর জানান শ্রীলঙ্কা দলের ম্যানেজার। দুঃসংবাদ পাওয়ার পর মাঠেই বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। বৃহস্পতিবার রাতের বিমানেই শ্রীলঙ্কায় ফিরেছেন ওয়েল্লালাগে। 

এই সময় পরিবারের সঙ্গে থাকতে চেয়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন তিনি। তাঁর আবেদন মঞ্জুর করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। উল্লেখ্য, শ্রীলঙ্কার তরুণ স্পিনারের বাবাও এক জন ক্রিকেটার ছিলেন।

এশিয়া কাপের বাকি ম্যাচগুলি খেলতে ওয়েল্লালাগে আবার সংযুক্ত আরব আমিরশাহিতে ফিরবেন কিনা, তা এখনও জানা যায়নি। তিনি বাড়ি ফেরার পর তাঁর সঙ্গে কথা বলবেন ক্রিকেট শ্রীলঙ্কার কর্তারা। এই পরিস্থিতিতে খেলতে না চাইলে তাঁকে জোর করা হবে না। 

শ্রীলঙ্কা দল সূত্রে এমনই জানা গিয়েছে। সেক্ষেত্রে তাঁর পরিবর্ত ক্রিকেটারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে আবেদন জানাতে পারে শ্রীলঙ্কা।

এশিয়া কাপে অন্তত আরও তিনটি ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কাকে। সুপার ফোর পর্বে তাদের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ ২৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ভারত। ফাইনালে উঠলে শ্রীলঙ্কাকে খেলতে হবে চারটি ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়