শিরোনাম
◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী ◈ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপ থেকে নাম তুলে নিলো পাকিস্তান, টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান ও ওমান। নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপ খেলছে না পাকিস্তান। এই দুই দেশ নাম তুলে নেওয়ায় বাংলাদেশ ও কাজাখস্তানকে স্বাগত জানানো হল টুর্নামেন্টে।

হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণ দর্শিয়ে পাকিস্তান নিজেদের সরিয়ে নিয়েছে টুর্নামেন্ট থেকে। দিলীপ তিরকে সংবাদ সংস্থাকে বলেছেন, ''এশিয়ান হকিতে এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ। -- আজকাল

নিরাপত্তার অজুহাতে পাকিস্তান আসছে না এই টুর্নামেন্ট খেলতে। সরকারের সঙ্গে ব্যক্তিগত কারণের জন্য ওমানও দল পাঠাচ্ছে না।

তিরকে আরও জানান, এশিয়া কাপে খেলছে না পাকিস্তান। পাকিস্তান হকি ফেডারেশন দল পাঠাতে চাইছে না নিরাপত্তার কারণে। আমাদের তরফ থেকে কিছু বলা হয়নি। 

পাকিস্তান তিনবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ১৯৮২ থেকে ১৯৮৯-এর মধ্যে অনুষ্ঠিত এশিয়া কাপ তিনবার জিতে নিয়েছে তারা। বর্তমানে পাকিস্তান ১৫ নম্বরে। ওমান তিনবার অংশ নিয়েছে টুর্নামেন্টে। কখনও পঞ্চম, কখনও তারও নীচে শেষ করেছে।

পাকিস্তান ও ওমানের পরিবর্তে বাংলাদেশ ও কাজাখস্তান খেলবে। বিশ্ব ক্রমপর্যায়ে বাংলাদেশ ২৯ নম্বরে। কাজাখস্তান আরও পিছনে। বিশ্ব ক্রমপর্যায়ে ৮১ নম্বরে। 

১৯৯৪-এর পর প্রথমবার এশিয়া কাপে অংশ নেবে কাজাখস্তান। এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। হরমনপ্রীত দলকে নেতৃত্ব দেবেন। টুর্নামেন্ট হবে রাজগীরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়